নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছংখোলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবহিনী। তার কাছ থেকে ২টি এলজি,৫টি চাঁদা আদায় বই, ৫টি চাঁদার রশিদ,২টি মানিবেগ,২টি বেগ,৬টি মোবাইল সেট, নগদ ৩ হাজার ৭শ ৮৫ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, মানিকছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী গচ্ছাবিল এলাকার বাগরা কুমার চাকমার ছেলে দুর্জয় চাকমা(৩২),সহকারী টোল আদায়কারী ও রিমাপাড়ার বাসিন্দা অমিও মারমার ছেলে অংথই মারমা (২২),সাথই মারমার ছেলে কংচাই মারমা (১৯), লাব্রেচাই মারমার ছেলে চাইলা মারমা (১৯)।
আইন শৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল ছংখোলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের ৪ জন দুস্কৃতিকারীকে আটক করে।