নুরুল আলম
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান , দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং কেক কাটা ও বৃক্ষ রোপন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী, সমীরণ পাল, আওয়ামী লীগ নেতা রুস্তম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাম্প্রুচাই চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মীর ও পলাশ চৌধুরী, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম, প্রমুখ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করেন গুইমারা জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউসুফ খাঁন।