নিজস্ব প্রতিবেদক, পানছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জরুরি ত্রাণ সহায়তার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং মং সার্কেল। ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা বিদ্যানন্দ ফাউন্ডেশন এর প্রতিনিধি সৈকত স্থানীয় মং সার্কেল প্রতিনিধি রুমেল মারমা জানান পানছড়ির বিভিন্ন পাড়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মং সার্কেলের যৌথ উদ্যোগে সাঁওতাল,ত্রিপুরা,মারমা সহ পিছিয়ে পরা হতদরিদ্র ২০৫ টি পরিবারে মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
উপজেলার সাঁওতাল অধ্যুষিত কানুঙ্গোপাড়ায় গিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়ানো চল্লিশটি সাঁওতাল পরিবারের মধ্যে চাল বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সম্বলিত ৯০ প্যাকেট ত্রাণ তুলে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা।
এসময় দিল্কু সাঁওতাল, চয়নিকা ত্রিপুরা সহ বিভিন্নজনের কাছে জানতে চাইলে তারা বলেন করোনাকালীন মহামারীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন কতৃক ত্রান প্রদান তাদের অনেক উপকারে আসবে,এসময় তারা সমাজের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিত্তবানদের ও এগিয়ে আসার আআহ্বান জানান।