শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিখিল কুমার চাকমাকে চেয়ারম্যান নিয়োগে ইউপিডিএফ গণতান্ত্রিক এর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:: নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সোমবার (২১ জুন ২০২১) বিকেলে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা স্বাক্ষরিত এক প্রেরিত বার্তায় এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সুষ্ঠ ও কার্যকর ভাবে পরিচালনা লক্ষ্যে পূর্ণকালীন চেয়ারম্যান নিয়োগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন ২০১৪ এর ৬ (২) এর ধারা অনুসরণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়াম্যান নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদানে প্রস্তাব করা হয়।

১৩ই জুন ২০২১ইং তারিখ প্রধানমন্ত্রীর সদয় সম্মতি ক্রমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় ইউ.পি.ডি.এফ (গণতান্ত্রিক) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!