নিজস্ব প্রতিবেদক :: খাগড়াছড়ি জেলা পরিষদ প্রবেশ মুখে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানান।
বৃহস্পতিবার (১৭ জুন ২০২১) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের প্রবেশ মুখে স্থাপন করা এ বুথ শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিরোধক বুথে সচেতনতার লক্ষ্যে, সকলের প্রতি নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান, ঘন ঘন সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার হাত পরিস্কার করতে আহবান জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।