নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রায়ন প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মাধ্যমে “মুজিব শতবর্ষে” ভূমিহীন ও গৃহহীন ক ও খ শ্রেণীর পরিবার পুনবার্সনে “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প গৃহহীনদের জন্য গৃহ নির্মান কর্মসূচীর আওতায় এ পর্যন্ত ৫মে ২০২১ তথ্যানুযায়ী পর্যায়ক্রমে ১৫, ৫৯ ও ২৩২ মোট ৩০৬ (তিন শত ছয়)টি ঘর নির্মাণ শেষে সুফল ভোগীদের সম্পূর্ণরূপে বুঝাইয়া দেয়ার প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে।
মহালছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার শীল এর সাথে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রায়ন প্রকল্পের ঘরের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, সদর ইউনিয়নের শান্তি নগর, চুংরাছড়ি মারমা পাড়া, থলি পাড়া, চুংরাছড়ি গুচ্ছ গ্রাম, টিএনটি পাড়া, বুয়াইত্তা পাড়া, চুংরাছড়ি মুখ, ক্যাংগালছড়ি সহ সকল পাড়া মহল্লার গৃহহীনদের মাঝে ১ম, ২য় ও ৩য় ধাপে পর্যায়ক্রমে ৫,১৬ ও ৭৫ মোট ৯৬টি ঘর নির্মান শেষে অধিকাংশ ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট ঘর গুলির কাজ সমাপ্ত হলে খুব শীঘ্রই বুঝিয়ে দেওয়া হবে।
মহালছড়ি সদর ইউনিয়নের গৃহহীন এসব পুর্নবাসিত সুফলভোগী পরিবারগুলির সরাসরি সরজমিন প্রতিক্রীয়া জানতে চাইলে পুনবার্সিত পরিবারগুলোর পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নাই।বরং তারা এই আশ্রায়ন প্রকল্পের ঘর গুলো পেয়ে খুবই আনন্দিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
এসব গৃহহীনদের পুনর্বাসনের ব্যাপরে ও উল্লেখিত আশ্রায়ন প্রকল্পের নির্মিত ঘরগুলি সর্ম্পকে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এক প্রশ্নের জবাবে বলেন, তাঁর জানামতে মহালছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ঘরগুলির নির্মাণ কাজ সুষ্ঠুভাবে হচ্ছে আর এসব গৃহহীন পুর্নবাসিত পরিবারগুলিতে বর্তমানে বিরাজ করছে আনন্দ ঘন পরিবেশ।