স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব জায়গার বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বুদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  যথাযথ ধর্মীয় পরিবেশে খাগড়াছড়ি জেলাসহ ৯টি উপজেলায় বৌদ্ধ বিহারগুলোতে এ ধর্মীয় উৎসব উদযাপন করছে বৌদ্ধ ধর্মালম্বী চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়। খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধপূর্ণিমায় উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীরা ব্দ্ধুপূজা, পিন্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মূর্তিদান, লাভী শ্রেষ্ঠ অরহত সীবলী মহাথেরো অভিষেক অনুষ্ঠানসহ প্রদীপ পূজা করছে।

করোনা মহামারী থেকে বিশ্বের সকল মানুষেরা করোনা ভাইরাস থেকে রক্ষার্থে এবং বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ পূর্ণিমা মধ্যে  ভগবান বৌদ্ধের কাছে প্রার্থনা করেছে পূণ্যার্থীরা।

নেপালের লুম্বিনী কাননে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই দিনে বৌদ্ধ ধর্ম মতে  মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এবং এই রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন তাছাড়াও গৌতমবুদ্ধ পরিনির্বাণ লাভ করেন এ রাতেই ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!