শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মানিকছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, মাণিকছড়িঃ  খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পিতা-মাতাহীন এক স্কুল ছাত্রী (১৯) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে যুবক মো. রাসেল হোসেন(২২) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন ধর্ষিতার বড় ভাই মো. মিজান উদ্দীন। মামলার পর পুলিশ আসামি মো. রাসেল হোসেন(২২)কে আটক করে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর  এক ছাত্রী কে উপজেলার তিনটহরী ইউপি’র শান্তিনগর গ্রামের যুবক মো. রাসেল হোসেন, পিতা- মো. জামাল হোসেন, মাতা- রওশনারা বেগম বিয়ের প্রলোভনে দীর্ঘ ১ বছরের অধিক সময় ধরে প্রেম নিবেদন করে আসছিল। উভয়ে এক পর্যায়ে শারীরিক সর্ম্পকে একাধিকবার লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০মে গভীর রাতে ওই ছাত্রীকে ফুসলিয়ে ঘরের বাহিরে নিয়ে আবারও ধর্ষণ করেন প্রেমিক মো. রাসেল হোসেন। কিন্তু ঘটনাটি জনৈক ব্যক্তি দেখে ফেলার পর ছেলে পালিয়ে যায়। পরবর্তিতে মেয়েকে প্রতিবেশিরা জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিবরণ দেয়।

পরে বিষয়টি নিয়ে সামাজিকভাবে মিমাংসার চেষ্টা করে জনপ্রতিনিধিরা। অভিযুক্ত যুবক মো. রাসেল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রেম নিবেদনের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা অস্বীকার করেন! ফলে অমিমাংসিত বিষয়টি পুলিশের নজরে আনেন ইউপি মেম্বার ঝুলন ভট্টাচায্য। পরে বৃহস্পতিবার রাত ৮টায় ধর্ষিতার বড় ভাই মো. মিজান উদ্দীন ধর্ষিত বোনকে নিয়ে থানায় উপস্থিত হয়ে লিখিত আবেদন করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় ধর্ষক মো. রাসেল হোসেন(২২)কে আসামি করে মামলা নং-৩, তারিখ-২০.০৫.২০২১খ্রি. রুজু করেন। ।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে ধর্ষক মো. রাসেল হোসেন(২২)কে আসামি করে ধর্ষণ মামলা করায়  আসামীকে আটক করেছে পুলিশ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!