শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

এস. চাঙমা সত্যজিৎ’র ওপর হামলাকারীদের বিচারের দাবীতে ১ সপ্তাহের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউপি চেয়ারম্যান’র নেতৃত্বে সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ’র ওপর হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করে ৫মে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করা হলেও আজব্দি গ্রপ্তার করা হয়নি অপরাধীদের। এই ঘটনায় সত্যজিৎ চাকমা, পানছড়ি থানায় মামলার জন্য লিখিত এজাহার দাখিল করলেও প্রশাসন এখনো পর্যন্ত কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে।

প্রদীপ চৌধুরির সভাপতিত্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির বিচার দাবীর মানববন্ধনে সাংবাদিক সত্যজিৎ এর উপর হামলাকারীদের বিচারের দাবীতে আবারও ১ সপ্তাহের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) পানছড়ি প্রেসক্লাবের জন্য প্রশাসন প্রস্তাবিত জায়গায় সহকর্মীদের সাথে নিয়ে সাইনবোর্ড লাগাতে গেলে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন অকথ্য ভাষায় গালাগালি করেন। প্রবীন সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ তার প্রতিবাদ করলে তাঁর নির্দেশে পালিত ক্যাডাররা সত্যজিৎকে কিলঘুষি মেরে মারাত্মক আহত করে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ প্রত্যক্ষদর্শীরা বিক্ষুব্ধ হলেও ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই জনপ্রতিনিধির ভয়ে দৃশ্যমান কোন প্রতিবাদ উচ্চারণ করতে পারেননি।

৭ দিনের মধ্যে এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু কোন ব্যবস্থা গ্রহল না করলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে কঠোর আন্দলনের ডাক দেওয়া হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!