আল-মামুন,খাগড়াছড়ি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মিলাদ মাহফিল ও মন্দিরে প্রার্থনার আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার (১৭ই মে ২০২১) বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ১৭ই মে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নেয়।
মিলাদ মাহফিলে বাংলাদেশ ওলামালীগ খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো আব্দুল মতিন, সদস্য মোঃ হুমায়ুন কবির দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। সন্ধ্যায় শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে প্রার্থনা আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এতে সেচ্ছাসেবক লীগ, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মো: মফিজুর ইসলাম,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো: শাহেদুল আলম চৌধুরী, হৃদয় মারমা, এমং মারমা, সদস্য বিপ্লব সরকার, আনোয়ার হোসেন শুভ,সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।