নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের সেনাবাহিনীর বর্বরুচিত হামলার প্রতিবাদে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আহলে সুন্নত ওয়াল জামায়াতের ব্যানারে মানববন্ধন করছে স্থানীয় জনসাধারণ।
১৭ মে সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নামাজরত নিরপরাধ ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েল সেনাবাহিনীর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা বন্ধের জোর দাবী জানান। এছাড়াও ফিলিস্তিন জনগণের প্রতি বাংলাদেশ সরকারের সংহতি ও নিন্দার ভূয়সী প্রশংসা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের বাঘাইছড়ি সভাপতি মাওলানা আবু হানিফ,( নঈমি), সাধারণ সম্পাদক মাওলানা কাওছার উদ্দিন নুরীসহ স্থানীয় নেতাকর্মীগন। মানববন্ধনে প্রায় শতাধিক লোক অংশ গ্রহন করেন।