আল-মামুন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা সদরের এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ত্রাণ (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে ২০২১) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে এতে উপস্থিত ছিলেন, জিটুআই মোঃ সালাউদ্দিন। এতে ৫টি মাদ্রাসার ৮৮ জন এতিম শিক্ষার্থীকে চাউল,চিনি,ডাল,তেল তুলে দেওয়া হয়।
করোনা সঙ্কট মোকাবেলায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সদর দপ্তর খাগাছড়ি সেনা রিজিয়নের আয়োজনে আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। করোনা সঙ্কটকাল শেষ না হওয়া পর্যন্ত এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।