আল-মামুন, খাগড়াছড়ি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫২টি মসজিদ ও এতিমখানায় নগদ অর্থ উপহার দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে এ নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ির বিভিন্ন মসজিদের ইমামসহ এতিমখানার দায়িত্বরতদের হাতে প্রতি বছরের মত এবারও নগদ এই অর্থ তুলে দেওয়া হয়। এতে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ পরিষদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন,ধর্ম যার যার উৎসব সবার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ এর পক্ষ থেকে ইমানসহ দায়িত্বরতদের সম্মানিসরূপ এ উপহার দেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সেবামুলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে এসময় তিনি জানান।