শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

আল-মামুন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের সার্কিট হাউসের নিচে দূর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন। বিষয়টি নজরে আসলে সোমবার (১০ মে ২০২১) পাশে দাঁড়ান সদর দপ্তর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন এর পক্ষ থেকে নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে এবং মরহুমের সন্তানদের শিক্ষার ব্যয়ভারও বহন করার প্রতিশ্রুতি দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

মৃত্যুকালে মরহুম ব্যক্তি স্ত্রী, ১ ছেলে,২ মেয়ে রেখে গেছেন। বর্তমানে উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নিহতের স্ত্রী ও তার পরিবার। বিষয়টি নজরে আসার পর, জনমানুষের কল্যাণে ও যেকোনো দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।

উল্লেখ্য: গত ০৮ মে ২০২১ তারিখে জেলা সার্কিট হাউসের সামনের রাস্তায় সড়ক সংস্কার ও নির্মাণ কাজের সময় পিচ ঢালাই করার সময় রোলারে দূর্ঘটনার শিকার হয়ে সবুজবাগ এলাকার বাসিন্দা ও নির্মাণ শ্রমিক মোঃ জাফর(৬০) নিহত হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!