ইব্রাহিম হোসেন,মাটিরাঙ্গাঃ পবিত্র ইদুল ফিতর উলক্ষে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী বহুমুখী সববায় সমিতি লিঃ (রেজিনং-৫৪৪) এর উদ্যোগে উপজেলার আসহায় হতদরিদ্র কর্মহীন খেটে খাওয়া, দুস্থ ১শ’ ১০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি।
ইদ কে সামনে রেখে সোমবার (১০ মে ) সকাল ১১টায় উপজেলা সমিতির কার্যালয়ের সামনে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মাঝে সেমাই, চিনি,বাদাম নারিকেল,দুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ি সমিতি লিঃ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ূন মোর্শেদ খাঁন, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সুভাষ চাকমা , কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনর রশীদ ও কাঠ ব্যবসায়ী সমিতির , সহ-সভাপতি , অর্থ সম্পাদক , সদস্যগন উপস্থিত ছিলেন।
এদিকে মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, প্রয়োজনে আমরা আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিব।