আল-মামুন, খাগড়াছড়ি: চলছে মাহে রমজান। দারিদ্রতা আর অভাবের সংসারে খাদিজা বেগম এর কষ্টে কাটছে দিন। নেই মাথা গোঁজার ঠাঁই টুকুও। তারপরও টানাপোড়নে সংসার চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নেই দেখার মত কেউ,নেই কোন অবলম্বন।
খাদিজা বেগম এর কষ্টের কথা জেনে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা। রবিবার দুপুরে খাদিজা বেগমকে বাজারে এনে ইফতার সামগ্রীসহ সাধ্যমত নগদ অর্থ হাতে তুলে দেন এই ছাত্রলীগ নেতা।
উবিক মোহন ত্রিপুরা নিজস্ব তহবিল থেকে ইফতার সামগ্রীর মধ্যে ছোলা,ডাল,আলু,পেঁয়াজ,চিনি, ট্যাং, সয়াবিন তেল, খেজুর, ভেষন ও নগদ ৫০০ টাকা হাতে তুলে দেয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা বলেন, অভাবের সংসারে পরিবার নিয়ে খাদিজা বেগম রোজার দিনে অভাব-অনটনে দিন পার করছে খবর পেয়ে নিজের সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঘর-বাড়িহীন হতদরিদ্র খাদিজা বেগম এর পাশে এসে দাঁড়াতে সমাজের বিত্তবানদের অনুরোধ জানান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।