নুরুল আলমঃ খাগড়াছড়ি জেলার গুইমারায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত উক্যজাই মারমা(২২) রামগড় উপজেলার কালাপানি তবলা পাড়া এলাকার অংথোয়াউ মারমার ছেলে। অপর জন মংক্যাচিং মগ(২৩) রামগড়ের চৌধুরী পাড়া এলাকার রেম্রা মগের ছেলে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সকাল ১১ ঘটিকার দিকে গুইমারা উপজেলার হাফছড়ির ইউনিয়নের আকবরের দোকান এলাকায় গাঁজা বিক্রির জন্য দুজন মাদক ব্যাবসায়ী অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবী চৌধুরীর নেতৃতে যৌথ বাহিনীর একটি দল মাদক ব্যাবসায়িদের আটক করতে অভিযান পরিচালনা করে।
এসময় ৪৫০ গ্রাম গাঁজাসহ উক্যজাই মারমা ও মংক্যাচিং মগ নামক ২ জন কে আটক করে নিরাপত্তা বাহিনী। এঘটনায় আটক কৃতদের বিরুদ্ধে গুইমারা থানায়মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।