নুরুল আলম: খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নং হাফছড়িতে ১২৮৭ পরিবার পেল ভিজিএফের নগদ অর্থ। পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে এ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৯ মে ২০২১) সকালে হাফছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। এসময় হাফছড়ি উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহিম, হাছছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আরমান হোসেন, সুইউ মারমা, উগ্যজাই মারমা,সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা সাফিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী বলেন, বর্তমান সরকার বরাবরই অসহায় ও দু:স্থ মানুষের পাশে ছিল। বর্তমান করোনা দুর্যোগে পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৫’শ পরিবারকে ৫’শ টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আজ ভিজিএফ কর্মসূচীর আওতায় ১২৮৭ দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে চাল এর পরিবর্তে ৪৫০ টাকা করে ৫ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা প্রদান করা হয়েছে।