নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস সংকটের মধ্যে ধান তোলায় বিপাকে পড়ায় কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ পরিবার। এই অবস্থায় গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু আনন্দ সৌম নেতাকর্মীদের উৎসাহ দিতে কাস্তে হাতে নেমে পড়েন অসহায় কৃষকদের ধান কাটতে।
রবিবার (৯ মে)গুইমারা সদর ইউনিয়নের ৫ং ওয়ার্ড মুসলিমপড়া এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত ধানকেটবে গুইমারা উপজেলা ছাত্রলীগ পরিবার, এ সময় তাদের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মুসলিম পাড়া এলাকার স্থানীয় কৃষক গঞ্জ এর ১ একর জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দিবে।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি বাবু আনন্দ সৌম বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশের এই ক্রান্তিকালে সকল সংকট মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি সফল করতে গুইমারা ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে । গত বছর করোনা মহামারিতে শ্রমিক সংকটে যখন কৃষকেরা ধান কাটতে পারছিলো না তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গুইমারা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। গত বছরের ন্যায় এবারও যখন করোনা সংক্রমণ বাড়তে থাকতে, তখন গুইমারা ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। চলমান সংকটে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে থাকবে।’
কৃষক গঞ্জ বলেন, ‘চলমান লকডাউনের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছিলাম। যানবাহন চলাচল বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে ধানা কাটা শ্রমিক আসতে পারছে না। ফলে এলাকায় দেখা দিয়েছে ধান কাটা শ্রমিক সংকট। মাঠে পাকা ধানগুলো নষ্ট হওয়ার পথে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগের নেতাকর্মীরা টাকা-পয়সা ছাড়াই আমার এক একর ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌছে দেন। আমি তাদের এ সাহায্যের কথা কখনো ভুলব না।