আল-মামুন,খাগড়াছড়ি:: পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়,ছিন্নমুল এতিমদের মাঝে ইফতার বিতরণ করেছে খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভা মাঠ ও শহরের কয়েকটি এতিমখানায় এই ইফতার বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের উদ্যোগে খাগড়াছড়ি পৌরসভার মেয়র এর অর্থায়নে ২শতাধিক অসহায়,ছিন্নমুল এতিমদের মাঝে এই ইফতার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌর সভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
অনুষ্ঠানের প্যানেল মেয়র পরিমল দেবনাথ,জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট নুরুল্লা হিরু,জেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক এমং মারমা, যুগ্ন আহব্বায়ক শাহেদ, সদস্য বিপ্লব সরকার, সুপ্রিয় চাকমা, দীপন চাকমা ও পৌর ছাত্রলীগ নেতা শাহাদাৎ আরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের যে কোন ক্রান্তি লগ্নে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এ ধরনের কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ নেতারা।