শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

মাটিরাঙ্গায় ৩শ কর্মহীন শ্রমিক ও দুঃস্থ পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গাঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা ভাইরাস কোভিড -১৯ সংক্রমণের  কারণে সরকারঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও অসহায়-দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ৫০০(পাঁচশত) টাকা করে নগদ অর্থ   বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল ১০.৩০ টায় মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে মাটিরাঙ্গা  পৌর এলাকার ৩০০ (তিনশত) অসহায় ও দুঃস্থদ পরিবারের মাঝে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হকের এর সভাপতিত্বে করোনাভাইরাস মহামারীতে গরীব ৩০০ জন অসহায় কর্মহীনদের মাঝে বরাদ্দ কৃত মোট ১ লক্ষ ৫০ হাজার টাকার অনুকূলে ৫০০ (পাঁচশত)টাকা করে বিতরণ করা হয়।

বিতরণকালে  উপস্থিত ছিলেন উপজেলা  চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র রকিবুল হাসান,০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খোকন,০৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন ০২ নং ওয়াার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী।


মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক বলেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় মানুষের সরকার। করোনা সংক্রমনে লকডাউনে মানুষ যখন দিশেহারা তখন কর্মহীন অসহায় নারী পুরুষদের দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা।
যেন অর্থ ও খাদ্যের অভাবে কোন মানুষ কষ্ট না পায় ।তাই নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। 

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!