আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন। রবিবার সকালে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় ৪শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন চলমান ভাবে বেশকিছু কর্মসূচী বাস্তবায়ন করেছে। করোনা মহামারীতে সাধারণ নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে নানা কর্মসুচীর মধ্যে খাগড়াছড়ি সদরে জনসাধারণের হাত ধোয়ার জন্য ওয়াশিং পয়েন্ট স্থাপন, মাস্ক বিতরণ,স্বল্প মূল্যের বাজার স্থাপন করে চলেছে।
এছাড়াও করোনা প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ জীবাণু মুক্ত করণসহ ধারাবাহিক ভাবে নানা কর্মসূচী চলমান রেখেছে বাংলাদেশ সেনা বাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আজ রবিবার দীঘিনালা সেনা জোন গোষ্ঠী, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।
এই সহায়তার সুবিধাভোগী হওয়ায়,স্থানীয় প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সচেতন নাগরিক সমাজ সকলেই এই কার্যক্রমের প্রশংসা করেন। জনমানুষের স্বার্থে এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।