শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

দীঘিনালায় বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালাঃ  খাগড়াছড়ি জেলার  দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। ২মে (রোববার) রাতে উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের মোঃ রাসেল মিয়ার ঘরে অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে স্থানীয়দের সহযোগিতায় টানা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১২ ঘটিকার দিকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং বসত ঘরে আগুন দেখতে পায়। দ্রুত  দমকল বাহিনীকে জানানো হলে  তারা ঘটনাস্থলে এসে টানা দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বতসঘরের কর্তা রাসেল মিয়া জানান, আগুনে আমার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। শুধুমাত্র আমার মেয়ে ও নাতিদের উদ্ধার করেছি। প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের আধারে কেউনা কেউ আমার এ ক্ষতিসাধন করেছে। উক্ত ঘটনার খবরে  রাতেই বেতছড়ি সেনা সাব-জোন ও দীঘিনালা থানার দ্বায়িত্বরত টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!