নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জমি বরাদ্দে সরকার কর্তৃক ৬ একর জায়গা হতে ১৭টি পরিবার কে ১৫ কোটি ৬৮ লক্ষ ৪৬ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে ১৪ জুলাই ২০২০ ইং তারিখে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ভবন নির্মান কাজ শুরু হয়েছে। গুইমারা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ও একটি বাড়ি একটি খামারের অফিস ভবন নির্মারের কাজ শুরু হয়েছে। অন্যান্য দপ্তরের ভবন নির্মান কাজ শীঘ্রই শুরু হবে। সকল দপ্তরের জন্য জায়গা নির্দিষ্ট করা হচ্ছে, শীঘ্রই উপজেলার সকল ভবন নির্মানের কাজ স¤পন্ন করা হবে এবং উপজেলা কার্যালয় হতে সকল সেবা গুইমারাবাসী পাবে।
দীর্ঘদিন গুইমারাবাসী সরকারের নিকট গুইমারা কে উপজেলা ঘোষনার দাবী করার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা ৩০ নভেম্বর ২০১৫ গুইমারাকে উপজেলা হিসেবে স্বীকৃতি প্রাদান করেন।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের নিকট গুইমারা উপজেলার অবকাঠামো এবং ভবন নির্মান সহ সকল কার্যক্রম স¤পর্কে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা কার্যক্রম চলমান এবং ভবন নির্মান সহ সকল দপ্তরের চলমান কাজ দ্রুত সমাপ্ত করা হবে।