নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা সদরের শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দির এর নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৪ এপ্রিল ২০২১) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাস্কফোর্স’র চেয়ারম্যান, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ছয় কোটি টাকা ব্যায়ে তিনতলা বিশিষ্ট এই মন্দির নির্মাণ করা হবে। পার্বত্য উন্নয়ন বোর্ড থেকে বর্তমান (২০২১-২২) অর্থ বছরের ৩৫ লক্ষ টাকার কাজ শুরু হচ্ছে আজ।
এ সময় খাগড়াছড়ি মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মজিবুল আলমসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন।