আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যাক্তিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(১) ধারায় এই জরিমানা করা হয় বলে সূত্র জানায়।
শনিবার দুপুরে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন ঘটনাস্থলে গিয়ে মাটিকাটায় দায়ে জড়িত ইসমাইল হোসেনকে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মাহফুজা মতিন জানান, খাগড়াছড়িতে প্রচলিত আইন অমান্য করে অবৈধ ভাবে মাটিকাটা,পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। অনিয়মকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।