নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া গুচ্ছগ্রামে বসবাসরত নীরহ গরিবদের কে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র মুলক মামলা, হামলা, শাররীক নির্যাতন সহ নানা ভাবে হয়রানি করে আসছে মোঃ সালেহ উদ্দিন, মোঃ ফরিদ মিয়া ও মোঃ হানিফ সহ একটি দুষ্টচক্র।
ইতিমধ্যে ফাতেমা বেগম নামের এক মহিলা অভিযোগ করেন যে তার নিজ বাড়িতে মোঃ ফরিদ মিয়া কে ভাড়াটিয়া রাখেন কিন্তু পরবর্তিতে উক্ত ভাড়াটিয়া মোঃ সালেহ উদ্দিনের নির্দেশে ফাতেমা বেগমের বাসা অবৈধ দখল করে। এই বিষয়ে ফাতেমা বেগম প্রতিবাদ করলে ছালেহ উদ্দিনের মদদে তাকে বেধরক মারধর করে ভাড়াটিয়া ফরিদুল মিয়া এর স্ত্রী হাসিনা বেগম।
পুর্বে ও মোঃ সালেহ উদ্দিনের নির্দেশে মোঃ ফরিদ মিয়া ও মোঃ হানিফ ফাতেমা বেগমের সৃজনকৃত গাছ-গাছালি কেটে ফেলে এবং তাকে মারধর করে ঘরের সকল মালামাল রেখে ঘর থেকে বেড় করে দেয়। যার কোন বিচার হয়নি। এভাবে দফায় দফায় মোট ৪বার তাকে মারধর করেছে বলে দাবী করেন ফাতেমা বেগম। এই চক্রটি মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে ফাতেমা বেগম কে। এসকল হয়রানি ও অত্যাচার হতে পরিত্রাণ চেয়ে এবং জোর দখল করা তার একমাত্র বসত বাড়িটি ফিরে পেতে প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেন ফাতেমা বেগম ।
এছাড়াও অন্যান্য প্রতিবেশিদের নানান ভাবে হয়রানী করছে সালেহ উদ্দিন, জাবেদ আলী তার বাসায় বিদ্যুৎ নেওয়ার জন্য মিটার বসাতে চাইলে সেখানে বাঁধা প্রদান করে সালেহ উদ্দিন। প্রতিবেশিদের সৃজনকৃত গাছগাছালি থেকে ফল পেরে নিয়ে, চলাচলের পথে বাঁধা সৃষ্টি করে এবং মরিয়ম বেগম নামে এক বিধবা মহিলার ঘরে তালা মেরে জোর দখল করার চেষ্টায় আছে সে।