ডেক্স রিপোর্ট:: খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও দু’জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮৭ জনে। বুধবার দুপুরে সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ বলেন, করোনায় আক্রান্ত ৮৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৮ জন করোনা রোগী। এছাড়া ৮২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকী ৫৯ জন বর্তমানে হাসপাতাল এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে খাগড়াছড়িতে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ৩৫ হাজারেরও বেশী মানুষ। এর মধ্যে ২৯ হাজার ৭০০ জন প্রথম ডোজ এবং প্রায় ১০ হাজার জন করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন বলে তিনি জানান।