গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি মোবাইল সেন্টার এলাকার মোঃ মাসুদ রানা(১১) পিতা- আলমগীর হোসেন মাতাঃ মাসুদা বেগম সে জালিয়াপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
আনুমানিক দেড় মাস আগে আম থেকে পড়ে হাত পা ভেঙ্গে যায়।বর্তমানে তার অবস্থার অবনতি ঘটায় চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন যা তার বাবা মার পক্ষে বহন করা অসম্ভব। এমতবস্থায়, তার চিকিৎসা চালানোর জন্য তার বাবা মা সকলের সামর্থানুযায়ী মানবিক সহযোগিতার অনুরোধ করেন।
সাহায্য পাঠাতে যোগাযোগঃ
মোঃ আলমগীর
মোবাইলঃ ০১৬২৯০৩৫১১৪(নগদ/বিকাশ)