নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ভর্তি হওয়া রোগীর অভিভাবকদের অর্থ অনুদানের চেক দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস।
মঙ্গলবার (২০ এপ্রিল ২০২১) দুপুরে করোনা আক্রান্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হওয়া ৬জন রোগীর অভিভাবকদের জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নিজ কার্যালয়ে পাঁচ হাজার টাকার নগদ চেক প্রদান করেন।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, খাগড়াছড়ি জেলায় যারাই করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ভর্তি হবেন তাদের অভিভাবকদের ধারাবাহিক ভাবে এই অনুদান দেয়া হবে। চেক হস্থান্তরকালে এ সময় এনডিসি বাসুদেব মালো ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া উপস্থিত ছিলেন।