শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে কাজ করছে জেলা পরিষদ

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-করোনা ভ্যাকসিন গ্রহণ করতে আসা অপেক্ষমান ব্যক্তিদের বসার জন্য ৫০টি চেয়ার হস্থান্তর করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

মঙ্গলবার (২০ এপ্রিল ২০২১) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান এর বাংলোয় এই চেয়ার হস্থান্তর করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে কাজ করছে জেলা পরিষদ। স্বাস্থ্য ও চিকিৎসার খাতে বিশেষ নজর রেখেছে জেলা পরিষদ। কোন সমস্যা সমাধানের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

শুধু তাই নয়, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল থেকে শুরু করে সকল হাসপাতালে নানা সংকট মোকাবেলা, প্রয়োজনীয় সরঞ্জাম ও ডাক্তারদের মাধ্যমে উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। এ সময় তিনি ধীরে ধীরে চিকিৎসা খাতে সব ধরনের সংকট সমাধান করা হবে। আগামীতে কোন ধরনের সংকট থাকবে না বলে তিনি জানান।

এ সময় সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ শীর্ষ নেতা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এমএ জব্বার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, আওয়ামীলীগ নেতা ও পাজেপ সদস্য মেমং মারমা,রেম্রাচাই চৌধুরী,হিরন জয় ত্রিপুরা ও ডাক্তারবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!