নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি গ্রামের নাম ফুলের নাম ও ফুল মালিকের নাম প্রায় কাছাকাছি । উপজেলার ১ নং লােগাং ইউপির মনি পাড়ার মন চন্দ্র চাকমার বাড়িতে ফুটেছে মণিরাজ ফুল । উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট পারভাইজার উদয়ন চাকমার মাধ্যমে মিলেছে মনিরাজ ফোটার খবরটি । সরেজমিনে মধুমঙ্গলপাড়া হয়ে চেংগী নদীর ওপারের উঁচু – নিচু পাহাড় বেয়ে অবশেষে পাওয়া গেল । মনচন্দ্র চাকমার বাড়ি । তিনি প্রেমদশি চাকমার সন্তান বয়স পঁচাত্তর । প্রায় চৌদ্দ বছর আগে পানছড়ি বাজার থেকে পঁচিশ টাকায় কেনা গাছটি এবারই প্রথম ফুল দিল । জীবনে তিনি প্রথমবারের মতাে মণিরাজ ফুটতে নিজ চোখে দেখেছেন বলে জানান । এলাকার বয়ােঃবৃদ্ধ পূর্ণমােহন চাকমা , মুক্তলতা চাকমারা জানান , জীবনে এই প্রথম দেখা মণিরাজ । জানা যায় , এই গাছের নাম বাংলায় । মণিরাজ হলেও প্রকৃত নাম সাইকাস । গাছের ফুলগুলাে সাপের ফনার মতাে দেখা যায় বলে মূলত সাপুড়েরা এই গাছকে মণিরাজ বলে প্রচার করে থাকে । মনিরাজ তথা সাইকাস গাছ দুষ্প্রাপ্য না হলেও এর ফুল দুষ্প্রাপ্য । সব গাছে ফুল ফোটে । এটির মাদার প্লান্টই মাত্র ফুল দেয় তাও গাছের বয়স এক যুগ পার হলে । তাই সাইকাসের ফুল * ফোটাকে সৌভাগ্য হিসেবে বিবেচনা , করা হয় ।