নিজস্ব প্রতিবেদকঃ করোনার সংক্রমণ কমাতে চলাচল সীমিত করে সবাইকে ‘ ঘরবন্দী ’ করতেই দেওয়া হয় লকডাউন। তবে আজ লকডাউনের ৩য় দিনে ঘরে রাখা যায়নি মানুষকে। জীবিকার তাগিদে ভোগান্তি সয়ে ঝুঁকি নিয়ে এদিন ঘরের বাইরে বেরিয়ে এসেছেন খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি সহ বিভিন্ন উপজেলার নানা শ্রেণি ও পেশার মানুষ। মানছে না লকডাউন চলছে যানবাহন(সিএনজি, টমটম, মটর সাইকেল)। নির্দেশনা অমান্য করে অধিকাংশ দোকান-পাট খোলা। পুলিশের উদাসীনতার কারনে চছে এই ঢিলেঢালা ভাব।
খাগড়াছড়ি সদরে পুলিশের নজরদারিতে চলছে কঠোর লকডাউন। ভাইরাসের বিস্তার রোধের চেষ্টায় জনসাধারণের চলাচলে বিধিনিষেধ দিয়ে লকডাউনের জারি করে সরকার। ওই প্রজ্ঞাপনে সারা দেশে সকল বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। তবে লকডাউনের ২য় দিনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানার ক্ষেত্রে জনসাধারণের মধ্যে দেখা গেছে ‘ ঢিলেঢালা ভাব । লকডাউন কঠোর ভাবে পালনের ব্যাপারে প্রশাসনের শক্ত অবস্থান প্রয়োজন।