শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

গুইমারা দার্জিলিংটিলায় রাস্তা দখল করে দালান এবং বেড়া নির্মান, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদকঃ রাস্তা দখল করে টিন দিয়ে বেড়া, আবার অনেকে নিজের খেয়াল খুশিমতো দালান ও তুলে দিয়েছে। এ যেন মনে হয় মঘের মুল্লুক। সম্প্রতি এ ধরনের বাস্তব চিত্র ফুটে উঠেছে গুইমারার দার্জিলিংটিলায়। যার দরুন যে কোন দুর্ঘটনায় বেগ পোহাতে হয় সবাইকেই।

সম্প্রতি গুইমারা দার্জিলিংটিলায় আগুনে ছয়টি ঘর সম্পূর্ণই ভস্মিভূত হয়। নির্দিষ্ট সময় ফায়ার সার্ভিসের গাড়ি আসলে ও রাস্তায় অবৈধ দখলদারদের কারনে সংকীর্ণ থাকার দরূণ গাড়ি নির্দিষ্ট স্থানে পৌছাতে পারেনি। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি এসে ও কোনো কিছু করতে পারে নি। এর ফলে গুইমারার শুশিল সমাজসহ অনেকেই এই অবৈধ রাস্তা খেকোদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তোলেন।

গুইমারার মুক্তিযোদ্ধার সন্তান বিশু পালিত তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন গুইমারায় একটি ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন, এবং তার চেয়ে বেশি প্রয়োজন বিভিন্ন জরুরি গাড়ি চলাফেরা করার জন্য রাস্তাখেকোদের কাছ থেকে রাস্তা উদ্ধার করা। শুধু ফায়ার সার্ভিসের গাড়িই নয়, রাস্তাখেকোদের কারনে কোনো রোগি বহনকারী এম্বুলেন্স, কিংবা জরুরী প্রয়োজনে পুলিশের গাড়ি বা কোনো মালামালের গাড়ি চলাচল করতে পারে না। রাস্তা মনে হয় দিনদিন ছোটই হতে থাকে। এ অবস্থায় গুইমারাবাসি রাস্তাখেকোদের কাছ থেকে রাস্তা উদ্ধারে গুইমারার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!