নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে এবার করোনায় মৃত্যু হয়েছে এক নারীর। উষা রানী ধর নামের এই মহিলা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি জেলা শহরের কল্যাণপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
হাসপাতাল সূত্র ও ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, সোমবার (১২ এপ্রিল ২০২১) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় করোনার উপসর্গ নিয়ে অসুস্থ উষা রানী ধর।
তিনি জানান, গত কিছু দিন আগে করোনার উপসর্গ নিয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে উষা রানী ধর। এক পর্যায়ে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হলে করোনা পজিটিভ আসে।
তিনি আরো জানান, এপ্রিলে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পয়েছে। বিগত ২০২০ সালের এপ্রিল মাস থেকে গত ১ বছরে খাগড়াছড়িতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৮শ ৬৫ জন এবং করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন নিশ্চিত করেন।