নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে গত ৪ ও ৫ এপ্রিল স্থানীয় বাঙ্গালী কৃষকের উপর ইউপিডিএফের সন্ত্রাসী হামলার পর আবারো নতুন করে এক কৃষকের উপর হামলা চালিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে।
জানা যায়, নিজের মালিকানাধীন জমিতে আজ শনিবার (১০ এপ্রিল) সকালে করলা ক্ষেতে সার দিতে গেলে তবলছড়ি ইউপির ইসলামপুরের শুকনাছড়ি এলাকার বাসিন্দা সৈয়দ আলীর পুত্র রমজান আলীকে ১৪/১৫ জন উপজাতি ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী পোশাক পরিহিত অবস্থায় বন্দুকের নল দিয়ে বেধড়ক মারধর করে।
এ সময় আহত রমজান আলীকে উদ্ধারের জন্য তার শশুরসহ আরো ২ জন মহিলা শ্রমিক বাড়ি থেকে এগিয়ে যেতে চাইলে একটি ফাঁকা গুলি করে চলে যায় ইউপিডিএফ সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।