নুরুল আলম: খাগড়াছাড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং সূবর্ণজয়ন্তী ২০২১ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমার নেত্রীত্বে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং আওয়ামীলীগসহ সকল সহযোগী ও অঙ্গ-সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন,
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য চাইথোয়াই চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ুব আলী (সাবেক মেম্বার), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাম্প্রুচাই চৌধুরী, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব শীল, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন, গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম সহ মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মি।
এসময় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সভার সভাপতি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এই মহান উৎসব উদযাপনের লক্ষ্যে, আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই যাতে কেউ আমাদেরকে দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হিসেবে উল্লেখ করে অবহেলা করতে না পারে।’ এছারাও বিভিন্ন নেতা কর্মিগন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
সবশেষে, সকল সহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তী ঘোষনা করেন।