আল-মামুন,খাগড়াছড়ি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো: মনির হোসেন,হৃদয় মারমা,সাহেদুল আলম চৌধুরী,কমিটি সদস্য সাইফুল ইসলাম, ক্যজরী মারমা,জিৎজয় ত্রিপুরা, সুপ্রিয় চাকমা, মো: শাহজালাল, দিপন চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর আরেক নাম বাংলাদেশ। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে চলেছে মন্তব্য করে ছাত্রলীগে নেতারা, বঙ্গবন্ধুর আর্দশ ও স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম বুকে ধারণ করে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।
আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে, খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক ক্যজাই মারমা, খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, নুরুসাফা চৌধুরী, রাসেল মাহমুদ, পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেয়।