নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির রামগড় উপজেলায় শিশু ধর্ষণের দায়ে বাবলু কারিগর (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারীক আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
রোববার (২১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্টাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন। বর্তমানে আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।
২০১৯ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার কথা বলে রামগড়ের দাড়োগাপাড়া সংলগ্ন নদীর পাড়ে প্রতিবেশী বাবলু ওই শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করে।
ঘটনার চার মাস পর বাবলুকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। মামলা চলাকালীন আসামির ১৬৪ ধারার জবানবন্দি ও আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারীক আদালত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে তিন মাসের কারাদণ্ড ঘোষণা করে।