আল-মামুন,খাগড়াছড়ি:: দাবীকৃত চাঁদা না পাওয়ায় সাজেকে দুই ব্যবসায়ীর উপর গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং এর এগুজ্জ্যেছড়ি নামক এলাকায় সাজেক থেকে বাঘাইছড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয় ব্যবসায়ী মিজান (৩২) ও সাগর আলী (৩৫)।
হামলাকারীরা গত শনিবার (২০ মার্চ ২০২১) সন্ধ্যায় শর্টগান দিয়ে গুলি করলে আহতরা হয়,মিজান ও সাগর। এ সময় তাদের কাছ থেকে ব্যবসায়ী অর্থ লুটে নেয় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো নয়।
ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য প্রসীতপন্থী ইউপিডিএফকে দায়ী করেন। সে সাথে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি বিনাশকারী প্রসীসপন্থী ইউপিডিএফ দলকে নিষিদ্ধ এবং জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান এতে।