আল-মামুন,খাগড়াছড়ি:: বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর সেনা জোন সহায়তায় হুইল চেয়ার পেয়ে দীর্ঘদিন পর স্বপ্নের পথচলা শুরু করলো প্রতিবন্ধী এক নারী। বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১ তারিখ) খাগড়াছড়ি সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মাসুম বিল্লাহ খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ রসুলপুরের বাসিন্দা সাকু খাঁ’র মেয়ে ডালিমুন নেছা’কে এই হুইল চেয়ার প্রদান করে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে শান্তি,সম্প্রীতি এবং উন্নয়নে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে খাগড়াছড়িতে অসহায় প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান করে সদর সেনা জোন।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী নারী চলাচলের সক্ষমতায় এখর নিজে একাই কারো সাহার্য্য ছাড়াই চলতে পারছেন বলে জানান। খাগড়াছড়ি সদর জোন সহায়তা সরুপ হুইল চেয়ার পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারটি।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম,পিএসসি জানান, পার্বত্যাঞ্চলের জনগণের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে। পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল ধরণের সহযোগীতা অব্যাহত রেখে আর্ত-মানবতার সেবায় খাগড়াছড়ি জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট আছে বলে তিনি জানান।