নিজস্ব প্রতিবেদক:: গুইমারায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ,সাংস্কৃতি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার(৭মার্চ)সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,মহিলা ভাইস চেয়াম্যান মিজ ঝর্ণা ত্রিপুরা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথোয়াই মগ,হাফছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: শাহ আলম,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
তার আগে সকালে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড এবং উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।সভায় বক্তারা ঐতিহাসিক ৭মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।