নিজস্ব প্রতিবেদক:: প্রথমবারের মতো গুইমারা উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে আওয়ামীলীগ। দিনটি পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার(৭মার্চ)সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের,সমিরণ পাল,আইয়ুব আলী মেম্বার,সাংগঠনিক সম্পাদক রামপ্রুচাই চেšধুরী,আওয়ালীগ নেতা রুস্তম আলী,উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য স্ব স্ব অবস্থান থেকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় আহবান জানান।
তার আগে সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা আওয়ামীলীগ পরিবার।