শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা ডাক্তার টিলায় শ্রীমদ্ ভগবদ গীতাপাঠ ও দর্মীয় সভা

নিজস্ব প্রতিবেদক: গুইমারা ডাক্তার টিলায় ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার বার্ষিক পাদুকা উৎসবে শ্রীমদ্ ভগবদ গীতাপাঠ ও দর্মীয় সভায় সভাপতিত্ব করেন, বাবু পুলিন কর্মকার, গুইমারা লোকনাথ সেবাশ্রম প্রতিষ্ঠাতার সভাপতি।

গত ২৫শে ফেব্রুয়ারী ২০২১ ডাক্তার টিলা লোকনাথ মন্দিরে গিতা পাঠ পরিবেশন সহ সর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি  ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক গুইমারা প্রেস ক্লাবের আহবায়ক, মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা  উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইয়ুব আলী, গুইমারা ইউপি সদস্য জনার্দন সেন সহ স্থানীয় হেডম্যান কার্বারী ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। তাদের র্ধমীয় সভায় যোগদান করেন দুর-দুরান্ত থেকে আসা নারী ও পুরুষ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!