নুরুল আলম:: সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। ২১’শের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে দিবসটি উপলক্ষে গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।
এতে গুইমারা উপজেলা পরিষদ, গুইমারা উপজেলা প্রশাসন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আ.লীগ সহ বীর মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গুইমারা প্রেস ক্লাবসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষথেকে পুষ্পমাল্যয় অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করে।
এসময়, উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আ.লীগরে সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহম্মেদসহ সকল সদস্য বৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা এতে ফুলেল শ্রদ্ধা জানান।