আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দূর্ঘটনায় আবারো ঝরলো কম্পিত লাল ত্রিপুরা (৬৫) নামের এক মাহিন্দ্র যাত্রীর। বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া এলাকায় আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কম্পিত লাল ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মহালছড়ার মৃত দেবেন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
জানা যায়, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গায় আসার পথে নতুন পাড়া দূর্গাবাড়ি আনসার ক্যাম্পের সামনে অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি গামী ট্টাকের ধাক্কায় মাহিন্দ্র উল্টে ঘটনাস্থলে কম্পিত লাল ত্রিপুরা নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ট্টাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।