নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে জেলা ব্যাডমিন্টন একাডেমীর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা জিমনেশিয়ামে বেলুন উড়িয়ে ব্যাডমিন্টন একাডেমীর উদ্বোধন করা হয়।
এরআগে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমার সভাপতিত্বে একাডেমীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্বের বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন, খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সংগঠকরা কাজ করছেন। যার কারণে একে একে ইতিবাচক পরিবর্তন আসছে। ক্রীড়ার গুণগত মানোন্নয়নে এসব একাডেমী ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামীতেও খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনের বিকাশে ক্রীড়া সংস্থা সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধূমকেতু মারমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।