নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বটতলা পাড়া বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত ইন্দ্রিয়া মহাথের এর দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছ। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ভিক্ষু জীবনে বর্ষাবাস করেন ৫৬ বছর।
২১ ও ২২ জানুয়ারি’২১ইং তারিখে ২দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের শেষ লগ্নে এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠানের সহযোগিতা করেন। অনুষ্ঠানে উঃ সুরিয়া মহাথেরো এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা মারমা ভিক্ষু সংঘ’র সংঘনায়ক উঃ ওয়িমালা মহাথেরো।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাজারপাড়া শাকনাস্মৃতি বৌদ্ধ বিহার ভান্তে ক্ষেমাসারা মহাথেরো, গুইমারা মং সার্কেল সংঘনায়ক উঃ ওয়েনা মহাথেরো। এছাড়াও উক্ত অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা বিভিন্ন উপজেলা থেকে মানুষ-জন উপস্থিত হন।
অতিথিদের বরণ করেন, সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। তখন উপস্থিত ছিলেন, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী সহ গন্যমান্য ব্যক্তিগন। পরে ধর্মীয় নীতি-নীতি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিকেল চারটায় এই ধর্মীয় গুরুর দাহ সম্পন্ন করা হয়।