আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে আওয়ামীলীগের নৌকার ভোট চেয়ে পৌর শহরে প্রচারণা চালিয়েন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মেমং মারমা। বুধবার সকাল থেকে তিনি পৌর শহরের বটতলী,মহিলা কলেজ,গোলাবাড়ী,তেঁতুলতলা,নিউজিল্যান্ড ও আনন্দনগর এলাকায় ভোট চেয়ে গণসংযোগ,উঠান বৈঠক,লিপলেট বিতরণ করেন।
এ সময় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, নৌকার প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ নির্মলেন্দু চৌধুরী,গুইমারা উপজেলা আওয়ামীলীগের নেতা সুইমং মারমাসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা পৌর এলাকার সাধারণ ভোটারদের কাছে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে সরকারের উন্নয়নকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান।
এতে মেমং মারমা বলেন, উন্নয়নের বিপ্লব ঘটাতে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয় করার আহবান তিনি। খাগড়াছড়ি পৌর সভায় আওয়ামীলীগের প্রার্থীর বিজয় হলে উন্নয়ন হবে পৌরবাসীর মন্তব্য করে চলমান কাজের ধারাবাহিকতার সাথে সাথে প্রতিটি সেক্টরকে প্রধান্য দিয়ে প্রত্যেকটি এলাকায় সমহারে উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, নৌকায় জোয়ার উঠেছে। সে জোয়ারে উন্নয়ন কেউ ধরে রাখতে পারবেনা। কারো কথায় বিভ্রান্ত না হয়ে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে বিজয় করতে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করতে আহবান জানান তিনি। গণসংযোগ কালে নৌকার পক্ষে ভোটারদের আগামী ১৬ জানুয়ারী ২০২১ শনিবার নৌকা প্রতীকে মেয়র পদে জয়ের মালা পড়াতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর এলাকা।
এবার নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন। ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হলেও খাগড়াছড়িতে এবার ভোটগ্রহণ হবে ইভিএমে।
খাগড়াছড়ি পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী হচ্ছে, আওয়ামীলীগের নৌকা প্রতিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল,নাঈল প্রতিকে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহম্মদ ও সম্মিলিত নাগরিক কমিটির মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম ।