শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

খাগড়াছড়িতে নৌকার প্রচারণায় গণজোয়ার

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে নৌকার প্রচারণায় একাট্টা আওয়ামীলীগ নেতারা । প্রচার-প্রচারণায় গণজোয়ার উঠেছে নৌকায়। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত আওয়ামীলীগ নেতা পার্থ ত্রিপুরা জুয়েল এর নেতৃত্বে খাগড়াছড়ি পৌর শহর,মাষ্টারপাড়া,ভাঙ্গাব্রীজ এলাকায় ব্যাপক নৌকা প্রার্থীর পক্ষে চালানো হয় গণসংযোগ ও প্রচারণা।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, মাঈন উদ্দিন,আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেয়। প্রচারণাকালে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের সুযোগ দেওয়ার আহবান জানানো হয়। ভোটারদের দ্বারে দ্বারে দোয়া-আর্শিবাদ চেয়ে প্রচারপত্র বিতরণ করে নৌকার বিজয় হলে জনগণের বিজয় ঘটবে বলে বলে মন্তব্য করেন নেতারা।

এসময় স্লোগানে মুখোরিত হয়ে উঠে পার্বত্য এই জনপদ। গণসংযোগ কালে ভোটারদের আগামী ১৬ জানুয়ারী ২০২১ শনিবার মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলে প্রতি অনুরোধ জানানো হয়। নৌকার সমর্থনে দলীয় নেতাকর্মীদের পৌর শহর জুড়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়াও এরই মধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে খাগড়াছড়ি পৌর শহর। দুপুরে বিভিন্ন প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠে নির্বাচনী মাঠ।

আগামী ১৬ই জানুয়ারি ২০২১ দ্বিতীয় ধাপে নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় এবারের মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন। ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হলেও খাগড়াছড়িতে এবার ভোটগ্রহণ হবে ইভিএমে।

খাগড়াছড়ি পৌরসভায় এবারের নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী হচ্ছে, আওয়ামীলীগের নৌকা প্রতিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সম্মিলিত নাগরিক কমিটির মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম, ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল ও নাঈল প্রতিকে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহম্মদ ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!